রাণীনগরে মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

আপডেট: জানুয়ারি ৬, ২০২৪, ১২:০০ অপরাহ্ণ


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


জেলার রাণীনগরে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন মৌয়ালরা। সরিষা মাঠ থেকে মধু সংগ্রহ বৃদ্ধি করতে আগ্রহীদের কৃষি বিভাগের পক্ষ থেকে সহযোগিতা প্রদান অব্যাহত আছে। সরিষা চাষের পাশাপাশি মধু আহরণ করে দ্বিগুণ লাভবানও হচ্ছেন উপজেলার অনেক কৃষক।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার একডালা ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের সরিষার মাঠে ৮০টি মৌ বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন কৃষক জহুরুল ইসলাম ও আজিজুল ইসলাম। এছাড়া বড়গাছা ইউনিয়নে দু’জন কৃষক ২০টি এবং মিরাট ইউনিয়নে একজন মৌয়াল ৬০টি মৌ বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন।

নিজের জমি ও আশেপাশের জমিতে চাষ করা সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করার কার্যক্রমকে আরো বেগমান করতে কৃষি বিভাগের পক্ষ থেকে আগ্রহী কৃষকদের মৌ বাক্স ও সার্বিক কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে। এতে করে উপজেলায় মধু সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পাবে। সম্প্রতি কৃষি বিভাগের সহায়তায় স্থাপন করা মৌ বাক্স থেকে মধু আহরণের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। এসময় জেলা ও উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষক জহুরুল ইসলাম বলেন, তারা প্রতিবছরই সরিষার খেত থেকে মধু সংগ্রহ করেন। এবারও কৃষি বিভাগের সহযোগিতায় স্থাপন করা ৮০টি মৌ বাক্স থেকে দ্বিতীয়বার ৬৮০ কেজি মধু সংগ্রহ করেছেন। মধু সংগ্রহের কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে তারা প্রতিকেজি মধু ৪০০-৪৫০টাকা কেজি দরে বিক্রি করছেন। এতে করে তারা লাভবান হচ্ছেন। প্রতি মৌ বাক্স থেকে সপ্তাহে একবার মধু সংগ্রহ করা যায়। সরিষার জমিতে বেশি মৌমাছি থাকার কারণে পরাগায়ন দ্রুত হয়। ফলে সরিষার ফলনও বেশি হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক বলেন, একটু পরিশ্রম করলে সরিষার খেত থেকে বিপুল পরিমাণ মধু সংগ্রহ করা সম্ভব। পরামর্শ মেনে সরিষা খেতের পাশে মৌ বাক্স ফেলে মধু সংগ্রহ করা যায় তাহলে খুব সহজেই মধু পাওয়া যাবে। অপরদিকে সরিষার ফলনও অনেক বেশি পাওয়া সম্ভব হবে। সরিষা চাষ করলে সেই জমির উর্বরতা শক্তিও বৃদ্ধি পায়।