রাণীনগরে মাছ চাষে প্রশিক্ষণ কর্মশালা

আপডেট: মার্চ ৬, ২০১৭, ১২:১৬ পূর্বাহ্ণ

রাণীনগর প্রতিনিধি



নওগাঁর রাণীনগরে মাছ চাষিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আশার আয়োজনে উপজেলার ৩০ জন মৎস্যচাষি এ কর্মশালায় অংশগ্রহণ করেন। গতকাল রোববার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আশা’র রাণীনগর অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশা’র মৎস্য বিষয়ক পরামর্শক ছেরাজ উদ্দিন। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা আবদুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন আশা’র নওগাঁ জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম, আঞ্চলিক ম্যানেজার (কৃষি ও বিশেষ) শামসুদ্দীন, বিএম আবদুস সামাদ, লায়লা আক্তার, এবিএম আবু হোসেন প্রমুখ।