মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন অংকুর, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলায় কর্মরত গনমাধ্যমকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বিগত সভায় আলোচিত ও গুরুত্বপূর্ন বিভিন্ন সমস্যার সমাধান এবং আইন-শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখতে করণীয় বিষয় সমূহে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় দেশের চলমান অবস্থায় পুরো নওগাঁর সঙ্গে রাণীনগর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সবাইকে যার যার অবস্থান থেকে সঠিক ভ’মিকা রাখার প্রতি আহ্বান জানান সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন।