মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার গোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে গোনা দীঘির পাড় ফ্রেন্ডস যুব সংঘ ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা চয়েন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন ও খেলা শেষে বিজয়ী-বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা আওয়ামীলীগের সদস্য ও স্থানীয় সাংসদের ছেলে মো: রাহিদ সরদার।
এসময় গোনা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, স্থানীয় ইউপি সদস্য জগলুর রহমান সরকার, উপজেলা ছাত্রলীগ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। খেলায় কুবরাতলী কাঁকন ক্লাব ট্রাইবেকারে ২-০গোলে হসপিটাল ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। খেলায় মোট ১২টি দল অংশগ্রহণ করে।
এসময় প্রধান অতিথি বলেন একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়।
একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোন বিকল্প নেই। ফুটবল গ্রামবাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। বর্তমান সময়ে যুবকদের মোবাইল গেমসের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। আর এই ধরনের কর্মকান্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে ও নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে এই ধরনের খেলার আয়োজনের কোন বিকল্প নেই।