সোমবার, ৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরের মিরাট ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তুহিন হোসেনকে সভাপতি ও শাহিন আলম সঞ্চয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়। এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগেরও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
মিরাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রী রনজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাসানূর আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা, ফরিদা পারভিন, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সমআপাদক আবআদুল খালেক, উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক জাকির জোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল আহম্মেদ আশিকসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।