শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ৫১তম আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এলক্ষে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন,কেক কাটা এবং র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদনি সকালে উপজেলা দলীয় কার্যালয়ে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর অফিসে কেক কাটার পর র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে দলীয় কর্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এ.এম.ই সাঈদ-চৌধুরী-রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলো, নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার-হোসেন-হেলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদা পারভিন, সাধারণ-সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর-রউফ-দুলু, সাংগঠনিক সম্পাদক জারজিস-হাসান-মিঠু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ.কে.এম সাইফুল-ইসলাম-সজল, সাংগঠনিক সম্পাদক হাকির-হোসেন-জয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল-আহম্মেদ-আশিকসহ আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলো।