রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মরত কর্মকর্তাদের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা থেকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সেলিম রেজা ও উপজেলা যুব উন্নয়ন কর্তকর্তা এসএম কামরুজ্জামান সোহেলকে।
অপরদিকে নতুন যোগদান করা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রফি ফয়সাল তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী মাসুদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
সম্প্রতি সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গনে এই বিদায় ও বরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বদলীজনিত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা প্রদান ও নতুন কর্মকর্তাদের বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।
এসময় সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান, বরেন্দ্র উন্নয়ন কর্মকর্তা ইমানুর রশিদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।#