শনিবার, ২০ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি
রাণীনগরে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়- সোনার দেশ
নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, রিকশাচালক, হোটেল শ্রমিক, হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ( ৬এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তত্ত্বাবধানে উপজেলার ৮ ইউনিয়নের ২ হাজার কর্মহীন মানুষদের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি লবন ও ১টি করে সাবান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ার ইকরামুল বারী প্রমুখ।