শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাণীনগর প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে গতকাল সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি সংস্থা আশা’র স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাণীনগরের সকল ব্রাঞ্চে বার্ধক্যে সুস্থ্যতা ও প্রশান্তির লক্ষ্যে সচেতনতা বিষয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন সকালে আশা’র রাণীনগর অঞ্চলের মালঞ্চি গ্রামের ডালিয়া ভুমিহীন মহিলা সমিতির সদস্য ও তার আশপাশের মহিলাদের মাঝে উক্ত বিষয়ে সচেতনতা মুলক আলোচনা করা হয়।
এতে আলোচনা করেন আশা’র রাণীনগর অঞ্চলের সিআরএম আব্দুল কাদের। এছাড়াও আলোচনা করেন আশা’র বেতগাড়ি ব্রাঞ্চের ম্যানেজার নরেশ চন্দ্র রায়, এবিএম বাবুল হোসেন, এসএলও বাবুল হোসেন প্রমুখ। এসময় দলের সদস্যে মধ্যে উপস্থিত ছিলেন সভানেত্রী রেশমী আক্তার, সম্পাদক রহিমা আক্তার কোষাধ্যক্ষ নীলাসহ শতাধিক মহিলা।