রাণীনগরে হুইল চেয়ার বিতরণ

আপডেট: জানুয়ারি ৩, ২০২৪, ২:০০ অপরাহ্ণ


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


জেলার রাণীনগরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে হুইল চেয়ার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে অনুদান ও সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৯ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১২জন সদস্যদের মাঝে অনুদান হিসেবে ২৪ হাজার টাকা ও ৯৬ জন মানুষের মাঝে সুদমুক্ত ১২লাখ ১৩ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, জনস্বাস্থ্য কর্মকর্তা ইকরামুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ