বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাণীনগর প্রতিনিধি
নওগাঁর রাণীনগরের অপহৃত কলেজ ছাত্রীকে ২৮ দিন পর গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করেছে রাণীনগর থানা পুলিশ। গত সোমবার গাজীপুর জেলার টঙ্গী থেকে তাকে উদ্ধার করা হয়। গত মঙ্গলবার এ ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা শ্যামল চন্দ্র সূত্রধরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শ্যামল চন্দ্র সূত্রধরকে ওইদিন বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও অপহৃতার পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই উপজেলার পারইল গ্রামের ভবোতষ সাহার কলেজ পড়–য়া মেয়েকে নাটোর জেলার তেবারিয়া গ্রামের আনন্দ চন্দ্র সূত্রধরের ছেলে শ্যামল চন্দ্র সূত্রধর (২৫) ও তার লোকজন অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মেয়েকে অপহরণের অভিযোগে অপহৃতা কলেজ ছাত্রীর বাবা গত ৫ জুলাই রাণীনগর থানায় শ্যামল চন্দ্র সুত্রধরসহ পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কলেজছাত্রী অপহরণের পর থেকেই তাকে উদ্ধারের জন্য বেশ কয়েক জায়গায় অভিযান চালানো হয়েছিল। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধারসহ শ্যামল চন্দ্রকে গ্রেফতার করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুর রহমান। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি প্রেম ঘটিত হতে পারে বলে জানান তিনি।