বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. রাকিবুল হাসান। সদ্য বিদায়ী ইউএনও মোহাইমেনা শারমীনের পদোন্নতি জনিত বদলির কারণে মো. রাকিবুল হাসান উপজেলার ইউএনও হিসেবে পদায়িত হয়েছেন। পর পর দুইজন নারী উপজেলা নির্বাহীর পর তিনি পুরুষ উপজেলা নির্বাহী হিসেবে যোগদান করছেন।
মো. রাকিবুল হাসান বগুড়া সদর উপজেলার সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান ৩৬তম বিসিএস-এর মাধ্যমে সিভিল সার্ভিসে যোগদান করেন। এর আগে তিনি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
গত মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) অপরাহ্নে দায়িত্বভার গ্রহণ করার পর গত বুধবার (০৫ ফেব্রুয়ারি) থেকে নবাগত ইউএনও মো. রাকিবুল হাসান আনুষ্ঠানিক ভাবে অফিসিয়াল কার্যক্রম শুরু করেছেন।
নবাগত ইউএনও রাকিবুল হাসান জানান জেলার অন্যতম এক উপজেলা হচ্ছে রাণীনগর। ইতিহাস আর ঐতিহ্যে ভরা রাণীনগর উপজেলা ধান চাষে প্রসিদ্ধ। পার্শ্ববর্তি জেলা বগুড়ার সন্তান হিসেবে রাণীনগর উপজেলার সঙ্গে রয়েছে পূর্ব পরিচিতি।
নতুন বাংলাদেশের এক নতুন উপজেলা হিসেবে রাণীনগর উপজেলাকে বিনির্মাণ করার জন্য নিজের সকল মেধা আর মননকে ঢেলে দেওয়ার চেস্টা অব্যাহত রাখবো। সবার সার্বিক সহযোগিতা নিয়ে সুষম সমন্বয়ের ভিত্তিতে সরকারের সুপরিকল্পিত ও সম্ভাবনাময় প্রতিটি পদক্ষেপকে সঠিক ভাবে কাজে লাগিয়ে উপজেলাকে একটি আধুনিক, সমৃদ্ধশালী ও মডেল হিসেবে গড়ে তুলতে প্রতিটি মুহুর্ত্বকে কাজে লাগানোর অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।
তিনি আরো জানান সরকার তাকে এই উপজেলাবাসীর জন্য একজন সেবক হিসেবে নিয়োগ প্রদান করেছেন। তাই তার অফিস হচ্ছে উপজেলার আমজনতার অফিস। তার অফিসের দুয়ার উপজেলার সকল শ্রেণিপেশার প্রতিটি নাগরিকের নায্য দাবী, অভিযোগ ও অনুযোগ জানানোর জন্য উন্মুক্ত রয়েছে।
যে কোন মানুষের প্রয়োজনে তার অফিসের দুয়ার দিন-রাত ২৪ঘন্টাই খোলা থাকবে। তাই কোন দ্বিধা কিংবা ভয় না করে, কোন দালাল কিংবা অন্য কারো শরণাপন্ন না হয়ে সরাসরি তার কাছে আসার আহ্বান জানান। এছাড়া উপজেলার সকল সমস্যা, ভালো গঠনমূলক পরামর্শ ও পরিকল্পনা এবং সঠিক তথ্য প্রদান করতে তিনি উপজেলাবাসীর প্রতি অনুরোধ জানান।