রাণীনগর ও আতাইকুলায় বজ্রপাত নিরোধক তালগাছ রোপন

আপডেট: জুলাই ২৯, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ

নওগাঁ ও পাবনা প্রতিনিধি:


দিন যতই যাচ্ছে ততই দেশে বজ্রপাতে নিহতের সংখ্যা ক্রমেই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বজ্রপাত বেশি হওয়ার কারণ হিসেবে নির্বিচারে তালগাছ কাটাকে অনেকটাই দায়ী করা হচ্ছে। প্রতিদিনই পরিবেশবান্ধব তালগাছের সংখ্যা কমছে। অথচ তালগাছই হচ্ছে একমাত্র বৃক্ষ যা বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে।

নওগাঁর রাণীনগরে ও পাবনার আতাইকুলা উপজেলায় তালগাছ রোপন করা হচ্ছে তালগাছ। সোমবার (২৯ জুলাই) দুই উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এই তালগাছ রোপন করা হয়। রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ঝালঘড়িয়া-চকপারইল গ্রামীণ এক কিলোমিটার সড়কের পাশ দিয়ে কৃষি বিভাগের বাস্তবায়নে ৪০০ তালগাছ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালগাছ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাহিদ সরদার। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, কৃষি কর্মকর্তা ফারজানা হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, পারইল ইউপি চেয়ারম্যান মাস্টার জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে আতাইকুলা ইউনিয়নের সাহারদিয়ার গ্রামীণ সড়কে এসব তালগাছের চারা রোপন করে চারা রোপণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক ড. জামাল উদ্দিন। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাহানা পারভীন লাবনী, কৃষি সম্প্রসারণ অফিসার শৈলেন কুমার পাল, আতাইকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী খান সহ কৃষক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।