বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
যুক্ত কর্তৃক প্রকাশিত ‘রাত ও দিনের প্রতীক্ষার’ পাঠ উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর শাহমখদুম কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কবিকুঞ্জের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামানিক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক অধ্যাপক সনৎ কুমার সাহা, ভারত থেকে আগত কবি সব্যসাচী দেব। প্রকাশিত গ্রন্থটি সম্পর্কে আলোচনা করেন, অধ্যাপক জুলফিকার মতিন, লেখক ঝর্ণা রহমান ও সাহিত্যিক চন্দন আনোয়ার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক অনীক মাহমুদ, গ্রন্থটির লেখক দীপক রঞ্জন চৌধুরী ও প্রকাশক নিশাত জাহান রানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার।