রানাঘাট, বাগদা, রায়গঞ্জে জিতে গেল তৃণমূল, বড় ব্যবধানে মানিকতলাতেও এগিয়ে রয়েছে শাসকদল

আপডেট: জুলাই ১৩, ২০২৪, ১:৩২ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


মানিকতলার ফল
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে বুধবার। শনিবার তার ফল ঘোষণা। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণে উপনির্বাচন হয়েছে বিধায়কেরা দলবদল করায়। এই তিন কেন্দ্রে ২০২১ সালে বিজেপি জিতেছিল। মানিকতলায় জিতেছিল তৃণমূল। বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হওয়ায় সেখানে আবার ভোট হয়েছে।

কী বললেন মুকুটমণি
মুকুটমণি জয়ের পর বলেন, ‘‘বিজেপি মানুষের খবর রাখে না। আমোদে ব্যস্ত। পিছিয়ে পড়া শ্রেণির মানুষের কথা বিজেপি ভাবে না। মানুষ সেটা বুঝে গিয়েছে। তাই আজকের এই ফল।’’

রানাঘাটেও জয়ী তৃণমূল
রানাঘাট দক্ষিণেও জিতে গেল তৃণমূল। সরকারি ঘোষণা এখনও হয়নি। তবে গণনার শেষে প্রায় ৩৪ হাজার ভোটে এগিয়ে ছিলেন মুকুটণি অধিকারী। তাঁর জয়ও প্রায় নিশ্চিত।

বাগদাতেও জয়ী তৃণমূল
রায়গঞ্জের পর বাগদাতেও জিতল তৃণমূল। চলতি বিধানসভায় রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন মতুয়া পরিবারের সদস্য এবং তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। তাঁর বয়স ২৫ বছর। ১৩ বছর পর এই কেন্দ্রে ফিরল তৃণমূল। মধুপর্ণার জয়ের ব্যবধান প্রায় ৩৪ বছর।
রানাঘাটে বিজেপি প্রার্থীকে ঘিরে ‘জয় বাংলা’

রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ৩৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূলের মুকুটমণি অধিকারী। গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি প্রার্থী মনোজকুমার বিশ্বাস। ওই তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশি নিরাপত্তায় তাঁকে গণনাকেন্দ্র থেকে বার করা হয়েছে।
জিতে কী বলছেন কৃষ্ণ কল্যাণী

রায়গঞ্জে জিতে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, ‘‘সাধারণ মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিয়েছেন। এটা জনাদেশ। আমি ৫০ হাজারের বেশি ভোটে জিতেছি। মানুষের কাছে আমি কৃতজ্ঞ।’’

লোকসভায় ব্যর্থ, উপনির্বাচনে সফল কৃষ্ণ
লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করেছিল তৃণমূল। তিনি হেরে গিয়েছেন বিজেপির কার্তিক পালের কাছে। এর পর রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে আবার তাঁকেই টিকিট দেয় শাসকদল।

এ বার তিনি জিতলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে জিতেছিলেন কৃষ্ণ। তবে তখন তাঁর দল ছিল ভিন্ন। তিনি বিজেপির টিকিটে সে বার প্রায় ২১ হাজার ভোটে জিতেছিলেন।

বাগদায় ব্যবধান বাড়ল
বাগদায় তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ১১ রাউন্ড গণনার শেষে ৩০ হাজারের বেশি ভোটে এগিয়ে।

রায়গঞ্জে জয়ী তৃণমূল
রায়গঞ্জের উপনির্বাচনে জিতে গিয়েছে তৃণমূল। ১০ রাউন্ড গণনা হওয়ার কথা ছিল ওই কেন্দ্রে। ১০ রাউন্ড শেষে দেখা যায় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এগিয়ে ৪৯,৫৩৬ ভোটে। তাঁর জয় নিশ্চিত। কমিশন যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে জয় ঘোষণা করেনি। পোস্টাল ব্যালটের হিসাব অনুযায়ী, কৃষ্ণ কল্যাণীর ব্যবধান ৫০ হাজার ৭৭।

বাগদার ফল
নির্বাচন কমিশন জানিয়েছে, বাগদায় অষ্টম রাউন্ডের গণনা শেষ হয়েছে। তৃণমূল ১৮,৩৩৭ ভোটে এগিয়ে।

মানিকতলার ফল
কলকাতার মানিকতলায় পাঁচ রাউন্ড গণনা হয়েছে। কমিশন সূত্রে খবর, তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে ১৬,৮৩১ ভোটে এগিয়ে।

রানাঘাটে এগিয়ে তৃণমূল
রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ৭,২৬৬ ভোটে এগিয়ে আছেন। ওই কেন্দ্রে চতুর্থ রাউন্ডের গণনা শেষ হয়েছে বলে খবর কমিশন সূত্রে।

বাগদার ফল
নির্বাচন কমিশন সূত্রে খবর, বাগদায় সপ্তম রাউন্ডের গণনা শেষ হয়েছে। তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর এগিয়ে আছেন ১৪,৫৫৩ ভোটে।
রায়গঞ্জে ব্যবধান ৩৪ হাজার ছাড়িয়েছে

রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ব্যবধান ৩৪ হাজার ছাড়িয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ষষ্ঠ রাউন্ড গণনার শেষে তৃণমূল এগিয়ে ৩৪,৬৮৭ ভোটে।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

Exit mobile version