বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
গত ১৯ মে ২০২৪ বিশ্বনন্দিত ইতিহাসবিদ কোলকাতা বিশ্ববিদ্যালরেয় প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলর জ্ঞান সাধক স্যার যদুনাথ সরকারের রাজশাহীর রানীবাজার এলাকায় অবস্থিত বসতভিটায় ১৯৮০ সালে প্রতিষ্ঠিত রানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ৬৬ তম (১৮৭০-১৯৫৮) মৃত্যুবার্ষিকী পালন করে। মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে মুখ্য আলোচক ড. তসিকুল ইসলাম রাজা কর্তৃক উত্থাপিত স্কুলটির নাম ‘স্যার যদুনাথ সরকার বালিকা উচ্চ বিদ্যালয়’ করার দাবির প্রতি অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ প্রত্যেকেই সমর্থন করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন এবং রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্কুল সমূহের পরিদর্শক অধ্যাপক মো. জিয়াউল হক।
মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের সভাপতি ও স্কুল পরিচালনা পরিষদ সভাপতি রাজশাহী সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড কউন্সিলর মো. রবিউল ইসলাম এবং স্কুলের প্রধান শিক্ষক জনাব মো. সাদেকুল ইসলামও দাবীর প্রতি জোর সম্মতি জ্ঞাপন করেন।
এমতাবস্থায়, রাজশাহী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা এবং এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ডা. মো. আব্দুল মান্নান, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ।
উল্লিখিত স্কুলটি স্যার যদুনাথ সরকারের নামে বাস্তবায়ন করার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। সেই সঙ্গে এ বিষয়ে রাজশাহীর সারস্বত সমাজের নাগরিক বৃন্দকে একজোট হয়ে সোচ্চার হবার জন্য উদাত্ত আহবান জানান।