মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
ব্রিটেনের রানী’র ৯০তম জন্মদিন অনুষ্ঠানের শেষ দিকে প্রিন্স চার্লস ও রানী এলিজাবেথের একটি ছবি তোলা হয়েছিল দিনটি স্মরণীয় রাখার জন্য। সেই ছবিটি অবশেষে প্রকাশ করা হয়েছে।
ফ্যাশন ফটোগ্রাফার নিক নাইট বিশেষ এ ছবিটি তুলেছিলেন। ছবিটি তোলা হয়েছিল উইন্ডসর খ্যাসেলের ড্রইং রুমে, যেখানে দেখা যাচ্ছে -প্রিন্স চার্লস তাকিয়ে আছেন রানী এলিজাবেথের দিকে, আর রানী তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। মে মাসে রানী এলিজাবেথের জন্মদিন অনুষ্ঠানের সবশেষ দিনে ‘রয়্যাল উইন্ডসর হর্স শো’ এর আগে এই ছবিটি তোলেন নিক নাইট।
মি: নাইট বলছিলেন তিনি এমন কিছু ফ্রেমবন্দী করতে চাইছিলেন যা সম্পর্কে উষ্ণতা প্রকাশ করে, যে ছবির মধ্যে শক্তি ও ঐতিহ্য প্রকাশ পাবে, সেই সাথে মানবতার প্রকাশও থাকবে। চলতি বছরের ২১ এপ্রিল ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ৯০ বছরে পা দিয়েছেন।- বিবিসি বাংলা