রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রান্না ঘরের আগুন থেকে পুড়ে ছাই হয়ে গেছে দুইটি বাড়ি। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের চিতলপুরিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোহরাফ ও প্রতিবেশি সামাদের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল রোববার দুপুরে এ ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
দমকল বিভাগের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল বিভাগ পুঠিয়া উপজেলা ইউনিটের ইনচার্জ মাহাবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও দমকল বিভাগ সূত্র জানায়, উপজেলার বানেশ্বর ইউনিয়নের চিতলপুরিয়া গ্রামের সোরাফের স্ত্রী গতকাল দুপুরে দুপুরের খাওয়ার তৈরি করার সময় অসাবধানতাবশত রান্না ঘরে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এ ঘটনার সংবাদ পেয়ে দমকল বিভাগের কর্মিরা ছুটে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দমকল বিভাগের পুঠিয়া উপজেলা ইউনিটের ইনচার্জ মাহাবুবুল আলম জানান, এ ঘটনায় দুই লাখের বেশি টাকার মালামাল ক্ষতি হয়েছে।