রাবিতে আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হিসাববিজ্ঞান বিভাগ

আপডেট: জানুয়ারি ৩, ২০১৭, ১২:০২ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক



রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ব্যবস্থাপনা বিভাগকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ব্যবস্থাপনা বিভাগ। ১৯ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৯১ রান করে তারা। জবাবে ৫ উইকেট হাতে রেখে বিজয় অর্জন করে হিসাববিজ্ঞান বিভাগ।
দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করে ম্যাচ এবং টুর্নামেন্ট সেরা হন সাদমান কিবরিয়া চৌধুরী। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। উভয় দলের খেলোয়ারকে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, ছাত্রউপদেষ্টা মো. মিজানুর রহমান,  প্রক্টর প্রফেসর ড. মুজিবুল হক আজাদ খান প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর শুরু হয় আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০১৬। এতে ৫২টি বিভাগ অংশ নেয়। টুর্নামেন্টটির ব্যবস্থানায় ছিলো, আন্তঃবিভাগ গেমস্ সাব কমিটি ২০১৬-১৭ এবং সার্বিক সহযোগিতায় ছিলো শরীরচর্চা শিক্ষা বিভাগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ