মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গোল্ড-আদম ফাউন্ডেশন আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের ২০৩ নং কক্ষে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ইতিহাস বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফোকলোর বিভাগ। সেরা বিতার্কিক নির্বাচিত হন বিজয়ী দলের তানজিমা আক্তার তমা।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। এসময় তিনি বলেন, মেধা, প্রজ্ঞা, মননশীলতা ও সৃজনশীলতা চর্চার জন্য বিশ্ববিদ্যালয় একটি অন্যতম ক্ষেত্র। কিন্তু যারা সংস্কৃতিচর্চা, সাহিত্যচর্চা কিংবা বিতর্ক চর্চা করে তারাই সৃষ্টিশীল মানুষ হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে তাদের ভূমিকাই বেশি থাকে।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো মিজানুর রহমান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. হেলাল উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের প্রভাষক মামুন আ. কাইয়ুম, আদম ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈকত আব্দুর রহিম। গোল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শান্ত’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সোহরাব হোসেন। স্বাগত বক্তব্য দেন বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক এজাজ আহমাদ।
দুইদিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয় গত শুক্রবার। এতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষার্থী।