রাবিতে আলোকচিত্রী প্রদর্শনী

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১:১৩ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে নগরীর ১০ জন বরেণ্য আলোকচিত্র শিল্পীর বেশ কিছু আলোকচিত্র নিয়ে একটি প্রর্দশনীর উদ্বোধনী করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ৩ দিনব্যাপি এই প্রদর্শনীর উদ্বোধন করেছেন, রাবি উপাচার্য প্রফেসর ড. মিজান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, রাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক প্রফেসর ড. সফিকুন্নবী সামাদী।
প্রর্দশনী ঘুরে উপাচার্য মন্তব্য করেন, এই ছবি প্রর্দশনী আমাদের শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের সৃষ্টিশীলতার নতুন উৎসাহ ও প্রেরণা যোগাবে। তিনি এই প্রর্দশনীর সাফল্য কামনা করেন। এই ধরণের কাজে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য প্রর্দশনীটি ২৭, ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ২০১৭ প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রর্দশনীতে ১০জন ফটোগ্রাফারের আলোকচিত্র প্রর্দশিত হচ্ছে। প্রদর্শনী কিউরেটর (ঈঁৎধঃড়ৎ) হিসেবে দায়িত্ব পালন করছেন ফটোগ্রাফার তানভীর উল হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ