বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) জমা দেওয়ার বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রাজশাহী কর অঞ্চল আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।
সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, রাজশাহী অঞ্চলের কর কমিশনার আবু সাঈদ সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।
পরে ই-রিটার্নের মাধ্যমে আয়কর দেওয়ার বিভিন্ন দিক মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করে রাজশাহী অঞ্চলের সহকারী কর কমিশনার শিহাবউদ্দিন আহমদ বক্তব্য রাখেন। সেখানে অন্যদের মধ্যে অতিরিক্ত কর কমিশনার মো. শাহ আলম, যুগ্ম কর কমিশনার মো. মোশাররফ হোসেন, যুগ্ম কর কমিশনার মো. আবুল কালাম আজাদও উপস্থিত ছিলেন। রাবি অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (হিসাব) মো. আব্দুল্লাহ আল আনছারী মতবিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। মতবিনিময়ে রাবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।