রাবিতে উত্যক্ত করায় শিক্ষার্থীকে মারধর

আপডেট: নভেম্বর ২৬, ২০১৬, ১২:১২ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্যক্তের জেরে এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ কর্মী। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলী আহসান নাহিদ রাবির দর্শন বিভাগের দ্বিতীয বর্ষের শিক্ষার্থী। ছাত্রলীগ কর্মী তাওশিক তাজ বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ কর্মী তাওশিক তাজের বান্ধবীসহ কয়েকজন ছাত্রী সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে আড্ডা দিচ্ছিলেন। এসময় দর্শন বিভাগের শিক্ষার্থী আলী আহসান নাহিদ ওই ছাত্রীদের অশ্লীল কথাবার্তা বলে। ছাত্রলীগ কর্মী তাজ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পেরে নাহিদকে ডেকে মারধর করে। এতে নাহিদের বাম চোখে ও মাথায় আঘাত লাগে। পরে নাহিদের সহপাঠিরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নাহিদের সহপাঠিরা জানান, হাসপাতালে আনার পর কয়েকবার নাহিদ বমি করেছে। চোখে ও মাথায় আঘাত লেগেছে। তার চিকিৎসা চলছে।
ছাত্রলীগ কর্মী তাওশিক তাজ বলেন, আমার বান্ধবীকে খুব বাজে ভাষায় উত্যক্ত করায় তাকে ডেকে বিষয়টি জানতে চাই। কিন্তু সে উত্তেজিত হয়ে তেড়ে আসে। এসময় হাতাহাতির একপর্যায়ে তাকে দু’টি চড় মেরেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ