রাবিতে কমলো খাবারের দাম

আপডেট: জানুয়ারি ২২, ২০২৪, ১২:২০ অপরাহ্ণ


রাবি প্রতিবেদক :


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকা দোকানগুলোর খাবারের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (২১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী ও দোকানিদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার (২২ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।

প্রক্টর জানান, ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন দোকানে খাবারের দাম বৃদ্ধি অভিযোগে শিক্ষার্থীসহ দোকানিদের সঙ্গে আমরা বসেছিলাম। আলোচনার মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ একটি মূল্য তালিকা তৈরির সিদ্ধান্ত হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের অভ্যন্তরে সব দোকানে একই দামে খাবার বিক্রি হবে। সেক্ষেত্রে খাবারের মান যথাযথ ঠিক হবে।

নতুন মূল্য তালিকা হিসেবে ভাত (প্রতি প্লেট) ১২ টাকা, খিঁচুড়ি ২০ টাকা, ডিম (ভাজি ও রান্না) ১৫ টাকা, মুরগি বয়লার (২পিচ) ৩০, মুরগি সোনালী ৭০, রুই-কাতল মাছ (প্রতি পিস) ৩০, গরু ১০০ টাকা। এছাড়া সিঙ্গারা, পুরি, পিঁয়াজু, চপ ও পরোটা ছয় টাকা, দুধ চা দশ টাকা, লাল চা পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে।