সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় মসজিদসহ সাতটি হলে রাতের আঁধারে কুরআন পোড়ানোর প্রতিবাদে সেমিনার ও কুরআন বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় বাংলাদেশ দাওয়াহ সার্কেল, রাবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, এই আয়োজনে ১ হাজারের বেশি কপি কুরআন বিতরণ করা হবে। কুরআন পেতে আগ্রহী রাবির শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ‘বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল- রাজশাহী বিশ্ববিদ্যালয়’ নামক গ্রুপে দেওয়া গুগল ফর্ম পূরণ করে রেজিষ্ট্রেশন করতে পারবেন। রাবির বাইরের কেউ রেজিষ্ট্রেশন করতে পারবেন না। রেজিস্ট্রেশনকারী সবাইকেই কুরআন দেওয়া হবে। ইতিমধ্যে ৬০০ এর অধিক ব্যক্তি রেজিস্ট্রেশন করেছেন।
আয়োজকেরা আরও জানান, সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. ফরিদ উদ্দিন খান। প্রধান আলোচক হিসেবে থাকবেন হাফেজ মো. মুনির উদ্দিন আহমদ। এছাড়া বিশেষ আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ দাওয়াহ সার্কেল রাবি শাখা প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
এই আয়োজনের বিষয়ে বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কার্যকরী সদস্য মো. মশিউর রহমান বলেন, রাবিতে কুরআন পোড়ানোর প্রতিবাদে শান্তিপূর্ণভাবে সবার মাঝে কুরআনের সুমহান বার্তা পৌঁছে দিতে বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সহস্রাধিক কুরআনুল কারীম বিতরণের এই আয়োজন করা হয়েছে। আমরা চাইনা দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, তাই কুরআন বিতরণ করে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর জন্যই এই আয়োজন।