রাবিতে কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ১২:২৮ অপরাহ্ণ


রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সভাপতি এবং বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সুমন আলীকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টামন্ডলীর পক্ষ থেকে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের অধ্যাপক ড. আমীরুল ইসলাম এই কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি -রাহিদ আল নোমান (ইমতিয়াজ), সানজিদা ইসলাম তিশা, খোকন, অপু। যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম আবু আল জুবায়ের, রাকিবুল ইসলাম, মনিরুল ইসলাম এবং মো. আকিব জাবেদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজল, পাপড়ি সাহা এবং মো.কামরান ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল্লাহ ইসলাম সাচ্ছু, উপ-দপ্তর সম্পাদক নাফি। প্রচার সম্পাদক হৃত্বিক কুমার নাথ। অর্থ সম্পাদক মো. সবুজ হোসেন, উপ- অর্থ সম্পাদক শ্রাবন্তী জামান শিমু।

এছাড়াও সাহিত্য সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ক্রীড়া সম্পাদক মান্না হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জাহিন বিশ্বাস এষা, শিক্ষা ও গবেষণা সম্পাদক রাকিব হোসেন, তথ্য সম্পাদক সাবানা খাতুন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- নাফিজ উদ্দিন সৌম্য, সংগীতা গিতু, মারিইয়াম আলম (মিমি), অন্তর আলী, আশহাব তানিম, রাইসুল নাহার সিয়াম, সোহানুর রহমান, সাইফ শাহারিয়া, মাশরিকা জাবিন এবং মো. রনি হোসেন।

কমিটি ঘোষণার পূর্বে সংগঠনটি সাড়ে বারোটার দিকে রাবিতে কুষ্টিয়া জেলার ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় এবং দুপুর দুইটার দিকে একটি বার্ষিক বনভোজনের আয়োজন করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ