শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) ‘কৃষি উন্নয়নে গণমাধ্যম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সাড়ে ১০টায় বিশ^বিদ্যালয়ের সিনেট ভবনে বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সংবাদিকতা বিভাগের আয়োজনে এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর সহযোগীতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ সংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও সিনজেনটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম সাজ্জাদুল হাসান।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আব্দুস সোবহান বলেন, ‘বর্তমান বিশ্বে সর্বক্ষেত্রে উন্নয়নের গণমাধ্যমের উল্লেখ্যযোগ্য ভূমিকা রয়েছে। গণমাধ্যমকে আরো কার্যকর করার জন্য বহুমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের মতো উন্নয়নশীল দেশে গণমাধ্যমের যথাযথ ভূমিকা পালন বিশেষ গুরুত্ববহ। বর্তমানে বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। উচ্চশিক্ষায়তনে এ বিষয়ে পঠন-পাঠন চলছে।’
উপাচার্য আরো বলেন, ‘গণমাধ্যমের বিকাশ ও প্রসার এদেশের উন্নয়নে বিশেষ করে কৃষির উন্নয়নে কী ভূমিকা পালন করছে তা অনুসন্ধান করা জরুরি যাতে করে একে আরো কার্যকরভাবে ব্যবহার করা যায়। সেই লক্ষ্যে কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. খাদেমুল ইসলাম। এসময় আহসান হাবিব খান (কৃষি সম্প্রসারণ বিভাগ), মো. সিরাজুল ইসলাম (বীজ প্রত্যয়ন সংস্থা), রিয়াজ আহমদ (ডেইলি স্টার), আবু তাওয়াব (মৃত্তিকা গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট) প্রমুখ প্রবন্ধের উপর আলোচনা করেন।
বিভাগের শিক্ষক মামুন আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুসতাক আহমদ এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেড-এর করপোরেট অ্যাফেয়ার্স প্রধান ড. জিয়াউর রহমান।