বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় ক্যাম্পাসে ‘কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবহান।
এতে বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এবং সিনজেনটা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এম সাজ্জাদুল হাসান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খাদেমুল ইসলাম। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
সেমিনারে খাদ্য ও এর উৎপাদনকারী দ্রব্যে ভেজাল, নকল প্রতিরোধ গণমাধ্যমের বর্তমান ও সম্ভাব্য ভূমিকার বিষয়ে আলোচনা করা হবে বলে অনুষ্ঠানের আয়োজকেরা জানান। সেমিনারে ঢাকা ও রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, সরকারি- বেসরকারি কৃষি সেবা সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও গবেষকরা উপস্থিত থাকবেন।