শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক :‘বাঘের গর্জন নদীর বাঁকে, ঐক্য মোদের প্রাণের ডাকে’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের সংগঠন খুলনা জেলা সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থী এস.এম তাহমিদ হাসানকে সভাপতি এবং সংস্কৃত বিভাগের শিক্ষার্থী তামান্না তাবাসসুম ইরানীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজশাহী নগরীর নানকিং দরবার হলে ‘নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে ২০২৪-২০২৫ মেয়াদের জন্য নতুন এই কমিটি ঘোষণা করা হয়। অ্যালামনাই, শিক্ষকবৃন্দ এবং উপদেষ্টা পরিষদের সম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করেন অধ্যাপক ড. রুকসানা বেগম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সদ্য সাবেক সভাপতি মো. রুবেল মল্লিক।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. শাকিল আহমেদ ও মিম্মা রহমান রীতি, যুগ্ম-সাধারণ সম্পাদক দেবু দাস ও বিজয় পাল, সাংগঠনিক সম্পাদক মো. নাঈমুল হাসান খান ও ইশরাত ফিরো ইফতি, কোষাধ্যক্ষ এ.কে এম রাফায়েল আলম তমো, প্রচার সম্পাদক আবিদা আক্তার লাবনী ও মো. জাহিদ হাসান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. রুকসানা বেগম, ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সের অধ্যাপক এস. এম শাহিনুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাঃ বেলাল হুসাইন, সমিতির আজীবন উপদেষ্টা নানকিং গ্রুপের সিউও এহসানুল হুদা দুলু এবং রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।
অধ্যাপক রুকসানা বেগম বলেন, তিনি সমিতির উপদেষ্টা পরিষদ, অ্যালামনাস এবং সকল সদস্যদের নিয়ে একসাথে কাজ করবেন। সমাজে কল্যাণমূলক কাজে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
সমিতির আজীবন উপদেষ্টা নানকিং গ্রুপের সিউও এহসানুল হুদা দুলু বলেন, খুলনার মানুষদের একতাবদ্ধভাবে থাকতে হবে। আমি সবসময় খুলনাবাসীর পাশে থাকার চেষ্টা করবো।
খুলনার মানুষদের প্রতি ভালোবাসা ও স্নেহ ব্যক্ত করে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, তিনি যেকোনো প্রয়োজনে খুলনা জেলা সমিতির পাশে থাকবেন।
এছাড়া, অতিথিদের সকলে খুলনা জেলা সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং খুলনা জেলা সমিতির সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।