রাবিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ৫, ২০১৬, ১০:৪৪ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক



ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ম জাতীয় আঞ্চলিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় বিজ্ঞান ভবন চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. ওয়াজেদ আলী প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, অলিম্পিয়াডের সহ-আহ্বায়ক ইউজিসির অধ্যাপক এম আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলিম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান প্রমুখ।
পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ১৬০ জন প্রতিযোগী অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে থেকে সেরা ১০ জনকে বিজয়ী ঘোষনা করা হয়। দুপুর সাড়ে ১২টায় অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে গাণিতিক মেধা যাচাইয়ের মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা আগামী ২৩ ডিসেম্বর বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ অনুষ্ঠিত জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করবেন।
বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আজহারুল ইসলাম, ২য় হন বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শেখ মো: সাকিব, ৩য় হন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মো: শফিক উল্লাহ, ৪র্থ হন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইমরান হোসেন, এবং ৫ম হন পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের মো: আল মামুন।

রফিকুল ইসলাম

এ বিভাগের অন্যান্য সংবাদ