রাবিতে গবেষণার জন্য চাষকৃত মাছ চুরি

আপডেট: নভেম্বর ৯, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গবেষণা পুকুরের মাছ ছুরি হয়েছে। এতে মাঝপথে গবেষণায় জটিলতা সৃষ্টি হয়েছে। শনিবার (৯ নভেম্বর) এমন অভিযোগ তুলেছেন ফিশারীজ বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
এই অধ্যাপক জানান, তেলাপিয়া মাছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি এসিডের অনুপাতের উপর কমার্সিয়াল ফিডের প্রভাব নিয়ে গবেষণা চলছিল।

কিছুদিনের মধ্যেই গবেষণাটা শেষ হতো। এরমধ্যেই মাছ চুরি হলো। গত বছরও গবেষণার শুরুর দিকেই এমন ঘটনা ঘটেছিল। এভাবে ক্যাম্পাস অরক্ষিত হলে গবেষণা করাতো সম্ভব হবে না। বিষয়টি সমাধানে বিশ্ববিদ্যালয়ের কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করি।

খোঁজ জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন সংলগ্ন ফিশারীজ গবেষণা পুকুরে ৮ কেজি তেলাপিয়া মাছের উপর গবেষণা চলছিল। শুক্রবার রাতে এই গবেষণার ঘের থেকে ২ কেজি মাছ চুরি হয়। এতে গুণগত মানের গবেষণায় জটিলতা সৃষ্টি হয়েছে। এমন ঘটনা নতুন নয়। বিগত সময়েও প্রহরীকে হুমকি দিয়ে এসব পুকুরের মাছ চুরি হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ খান বলেন, খুবই দুঃখজনক ঘটনা। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।

Exit mobile version