রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক:‘নবীনের আগমনে সবুজের বুনিয়াদ হোক মননে ও সৃজনে’ প্রতিপাদ্যে গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়।
গ্রীন ভয়েসের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য এবং গ্রীন ভয়েস রাবি শাখার উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নগর-পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক এবং গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির। রাবির পরিবেশ বিজ্ঞান ইনিস্টিউটের পরিচালক ড. সাবরিনা নাজ। লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মর্জিনা বেগম এবং ফারহা নাওয়াজ, নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার, বাপা রাজশাহী জেলার সভাপতি জামাত খান, প্রাবন্ধিক ও সাংবাদিক ইমরান মাহফুজ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী, লালন গবেষক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সরদার হীরক রাজা, সংগীতশিল্পী রাফি তালুকদার এবং গ্রীন ভয়েস রাবি’র অভিযাত্রিক দলের সবুজ সদস্যগণ।
আশিকুর রহমান এর সভাপতিত্বে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহসান হাবিব। অনুষ্ঠানে গ্রীন ভয়েস রাবি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাহাদাৎ বাঁধনের সার্বিক তত্বাবধানে তিন শতাধিক নবীন সদস্য উপস্থিত ছিলেন।