বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক :
বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ক্যাম্পাসে বিজয় মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
গতকাল শনিবার দুপুরে তাদের দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহসভাপতি কাজী আমিনুল ইসলাম লিংকন, সৈকত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মামুন শেখ, শাহিনুল সরকার ডন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, সাবরুন জামিল সুস্ময়, এনায়েত হক রাজু, রেজাউল করিম রাজু উপস্থিত ছিলেন।