রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক :রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণকবর এলাকায় ছিনতাই চেষ্টার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ।
গ্রেফতারকৃতরা হলেন, নগরীর মির্জাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে মোহন আরাফাত রিপন (২১) এবং নতুন বুধপাড়া এলাকার মো. হাসানের ছেলে হাসিব তন্ময় (১৯)।
মামলার এজহার থেকে জানা যায়, ২ ফেব্রুয়ারি সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকার বাগানে বান্ধবীর সঙ্গে গল্প করছিলেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তখন আসামিরা সেখানে আসেন এবং ওই দুই শিক্ষার্থীর থেকে ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেন।
তখন তারা চিৎকার করলে ক্যাম্পাসের টহলরত পুলিশ ঘটনাস্থলে আসেন এবং অভিযুক্তদের আটক করেন। রাতে নগরীর মতিহার থানায় ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের এক শিক্ষার্থী বাদী হয়ে মামলা করেন।
এবিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ বলেন, মামলার পর আটককৃতদের গ্রেফতার দেখানো হয়েছে।