সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী চিন্ময় কুমার মল্লিককে সভাপতি ও দর্শন বিভাগের আবদুল আজিজকে সাধারণ সম্পাদক করে জাতীয় কবিতা মঞ্চের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত রোববার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘সাহিত্য আড্ডা’য় এ কমিটি ঘোষণা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি জান্নাতুল ফেরদৌস জ্যোতি, যুগ্মসাধারণ সম্পাদক আমির হোসাইন, সাংগঠনিক সম্পাদক হিরম্ব কুমার রায় হিরণ, সহসাংগঠনিক সম্পাদক তাওহিদুর রহমান, অর্থসম্পাদক রুপোষ, দফতর সম্পাদক নুরুজ্জামান স্বাধীন, প্রচার সম্পাদক আহসান হাবিব, সহপ্রচার সম্পাদক আজিমুদ্দীন, সাহিত্য সম্পাদক সাবিহা বিনতে রইস, সহসাহিত্য সম্পাদক নাসিমা ইয়াসমিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জসিম উদ্দীন বিজয়। রাবিতে জাতীয় কবিতা মঞ্চ এটিই প্রথম কমিটি।