রাবিতে জাপানের সাথে সহযোগিতার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) রোববার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাপানের সাথে শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

‘এনহ্যান্সিং কোলাবরেশন অব বাংলাদেশ এন্ড জাপান ইন এডুকেশন, কালচার এন্ড ইকোনমি’ শীর্ষক এই সেমিনারে অতিথি বক্তা ছিলেন বাংলাদেশে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে।

সেখানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। আইবিএস-এর পরিচালক প্রফেসর এম মোস্তফা কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেমিনারে রাবি ও ইনস্টিটিউটের শিক্ষক ও গবেষকসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ