রাবিতে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এ পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে বারোটায় শেষ হয়। পরীক্ষায় মোট ২২৫৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত ছিল ২৪০ জন। উপস্থিতির হার ছিল ৮৯.৩৬%।

পরীক্ষা চলাকালে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান সহ কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ পরীক্ষার হলসমূহ ঘুরে দেখেন।

তারা পরীক্ষার সার্বিক অবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ