সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির সময়সীমা তৃতীয়বারের মতো বাড়ানো হয়েছে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তির সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির তারিখ আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
জানা গেছে, এবার তিনটি ইউনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার হাজার ৬৪৬ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ ৭৮ হাজার শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয় ১ সেপ্টেম্বর।
পরবর্তীতে আসন ফাঁকা থাকায় দ্বিতীয় ধাপে ভর্তি পরীক্ষা উপকমিটির সভায় ভর্তি কার্যক্রম ২৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। এর আগে প্রথম দফায় ৮ নভেম্বর পর্যন্ত ভর্তির সময় বাড়ানো হয়।