শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
‘কৃষি, স্বাস্থ্য এবং পরিবেশের জন্য জীবতথ্য ও জৈব পরিসংখ্যান’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ ও বাংলাদেশ বায়োইনফর্মেটিক্স এন্ড কম্পিউটেশনাল বায়োলজি এসোসিয়েশন (বিবিসিবিএ) আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. ইউসুফ আলী মোল্লা, পরিবেশবিদ ড. এ আতিক রহমান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘আমাদের দেশের বিভিন্ন সেক্টরের গবেষনা কর্মকান্ড উন্নয়নের ক্ষেত্রে এবং প্রযুক্তিকে বায়োইনফর্মেটিক্সসের মাধ্যমে আরো বেশি আধুনিকায়নে এমন আয়োজন বড় ভূমিকা রাখবে। এর মাধ্যমে আমাদের জ্ঞানের মাত্রাও ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বর্তমান সময়ে বায়োইনফর্মেটিক্স ও বায়োস্টাটিসটিকস আমাদের জীবনে বৈপ্লাবিক পরিবর্তন বয়ে এনেছে। তাই এমন অনুষ্ঠান বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য আশির্বাদ। কেননা এমন আয়োজন বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষকদের সাথে আমাদের দেশের গবেষকদের জ্ঞানের আদানপ্রদান সম্ভব। পাশাপাশি এর প্রয়োজনীয়তা নবীন গবেষকদের সামনে তুলে ধরে কৃষি, স্বাস্থ্য ও পরিবেশ গবেষণাকে আরও আধুনিক করা সম্ভব হবে।
পরিসংখ্যান বিভাগের শিক্ষক মনিরুল হক ও ফারহান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের আহবায়ক অধ্যাপক ড. ছায়েদুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আইয়ুব আলী। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত থাকতে না পারায় তার বার্তা পাঠ করেন বিভাগের সিনিয়র অধ্যাপক সুশান্ত কুমার ভট্টাচার্য।
উল্লেখ্য, চার দিনব্যাপী এ সেমিনারে কিনোট উপস্থাপন করবেন আমেরিকার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেইথ এ. ক্র্যান্ডাল এবং জাপানের স্টাটিসটিক্যাল ম্যাথামেথিকস ইনস্টিটিউটের অধ্যাপক শিনতো এগুচি। এছাড়া প্লানারী বক্তা, বিশেষ আমন্ত্রিত বক্তা, আমন্ত্রিত বক্তা ছাড়াও দেশ বিদেশের বিখ্যাত বিজ্ঞানী ও গবেষকগণ প্রায় ২৫০টি সায়েন্টিফিক পেপার উপস্থাপন করবেন। আগামী ২৩ জানুয়ারি এ সম্মেলনের সমাপনি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।