রাবিতে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন

আপডেট: জানুয়ারি ১৪, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক



বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে এ জোনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উদ্বোধনী বক্তব্যে জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, শিক্ষার্থীদের বিশ্বমানের তথ্য-প্রযুক্তিতে যোগ্য করে তুলতে দেশের প্রায় ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হচ্ছে। ’২১ সাল নাগাদ সব শিক্ষা প্রতিষ্ঠানে সবগুলো ফাইবার অপটিক মিনিমাম ব্রডব্যান্ড কানেকটিভিটি দিয়ে কানেক্ট করা হবে।
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের মূল উপাদান হলো, হিউম্যান রিসোর্স। প্রায় সাড়ে ছয় লক্ষ গ্রাজুয়েট আমরা প্রতি বছর পাই, প্রায় ১০ হাজার আইটি গ্রাজুয়েট পাই। তাদেরকে বিশ্বমানের প্রযুক্তিবিদ হিসেবে গড়ে তোলার জন্য কিংবা ইন্ডাস্ট্রির জন্য তাদের যে দক্ষতা প্রয়োজন তার জন্য আইসিটি প্রজেক্ট আমরা শুরু করেছি।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের একটি কম্পিউটার ল্যাব স্থাপনের আশ্বাস দেন। এসময় তিনি ফ্রি ওয়াইফাই স্থাপনে সহযোগী প্রতিষ্ঠান ‘আমার কোম্পানীজ’ কে ধন্যবাদজ্ঞাপন করেন।
এসময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানসহ বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ