রাবিতে বাম ছাত্র নেতাদের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট: জুলাই ১৬, ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ণ


রাবি প্রতিবেদক :


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সহ সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে রাবিতে ক্রিয়াশীল বাম ছাত্রসংগঠনগুলো। সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে এসে শেষ হয় এটি। এরপর একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাবিতে ছাত্রনেতাদের উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দিতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিবেন তারা।

এ সময় ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘প্রতিরোধে প্রতিরোধ, প্রতিরোধ প্রতিরোধ’, গড়তে হবে প্রতিশোধ, প্রতিরোধ প্রতিরোধ’, ‘সারাদেশে হামলা কেনো, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লেগানে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।

এসময় নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা হয়েছে। তারই ধারাবাহিকতায় রাবিতেও আমাদের বাম ছাত্রসংগঠনের নেতাদের উপর হামলা করা হয়েছে। যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে, আগামীকাল আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিবো

। প্রতিরোধ করতে হবে, প্রতিশোধ নিতে হবে। এছাড়া কোনো উপায় নাই। ফ্যাসিস্ট রেজিম ১৬ বছর ধরে বাংলাদেশে দুর্বৃত্তায়নের রাজনীতি কাশেম করেছে। এর ফলে গোটা বাংলাদেশ আজ বিরাজনীতিকরণের আখড়ায় পরিণত হয়েছে। তাই, একটা অসংগঠিত আন্দেলনকে যেকোনোভাবে দমিয়ে দেওয়া যাচ্ছে। তাই, সাধারণ শিক্ষার্থীদের বলবো রাজনীতিকরণের মধ্য দিয়েই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, আজকে পুরো বাংলাদেশ রণক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। আজকে বিভিন্ন ক্যাম্পাসে যে হামলা করা হয়েছে, এর দায়ভার বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় প্রশাসনের উপর বর্তায়। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা অনেকদিন থেকেই আন্দোলন করে আসছে। কিন্তু সরকার সেটা মানছে না এবং মানবে না।

কারণ, ২০১৮ সালের ঘটনা আপনারা দেখেছেন। একজন প্রধানমন্ত্রী যখন বলে যে, ‘বিরক্ত হয়ে কোটা বাতিল করেছিলাম’, তখন সেটা স্পষ্টভাবে সংবিধান ও শপথবাক্যের লঙ্ঘন। বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা তিনি বলতে পারেন না।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য দেন রাবি শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি শাকিল হোসেন, ছাত্র গণমঞ্চের সমন্বয়ক নাসিম সরকার ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষে রুদ্র মোত্তাকিন। এসময় বিভিন্ন ক্রিয়াশীল বাম ছাত্রসংগঠনের ১৫ জন মত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ