রাবিতে ব্রাহ্মণবাড়ীয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে নয়ন ও নীলা

আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৩, ৮:২৬ অপরাহ্ণ


রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়ীয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৩-২৪ মেয়াদে নতুন কার্যনির্বাহী আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নয়ন চন্দ্র দাস সভাপতি এবং হোসনে আলী নীলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) ডিন’স কমপ্লেক্স ভবনে নতুন এ কমিটি গঠিত হয়। আগামী ১মাসের মধ্যে নতুন কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হুসাইন, সাংগঠনিক সম্পাদক সোহরাব উদ্দিন এবং অর্থ সম্পাদক জোবাইদ আহমেদ নির্বাচিত হয়েছেন।

সংগঠনের নব নির্বাচিত সভাপতি নয়ন চন্দ্র দাস বলেন, আমরা নতুন দায়িত্ব পেয়েছি। সাবেক ও বর্তমান সকল সদস্যের পরামর্শ নিয়ে জেলা সমিতিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি শিক্ষার্থীদের যে কোনো সহযোগিতায় আমরা পাশে থাকব। সংগঠনকে গতিশীল রাখতে এবং সুন্দরভাবে কার্যক্রম পরিচালনার জন্য উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এসময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল কবির, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক মো. রুবেল আলম, নায়লা আক্তার শিরিন, জনাব খালেদ হোসেন, রফিকুল ইসলাম রফিক, আক্তারুজ্জামান আকাশ, ইয়ার হোসেন মান্না, ফরহাদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় নতুন শিক্ষার্থীদের বরণ, সাবেক শিক্ষার্থীদের বিদায় জানানো এবং শিক্ষার্থীদের সহযোগিতার জন্য কাজ করে থাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ