রাবিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পাশে পদ্মা সাধারণ গ্রন্থাগার

আপডেট: মে ৩০, ২০২৩, ১:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে সোমবার (২৯ মে)। এদিন পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে পদ্মা সাধারণ গ্রন্থাগার। শনিবার (২৭ মে) রাতে পদ্মা সাধারণ গ্রন্থাগার পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুক শিক্ষার্থীসহ আগত অভিভাবকদের বিশ্রামের জন্য লাইব্রেরির ভবনে রাতে ঘুমানোর ব্যবস্থা করেছে পদ্মা সাধারণ গ্রন্থাগার।

পদ্মা সাধারণ গ্রন্থাগারের এধরনের কার্যক্রমে খুশি আগত অভিভাবক ও শিক্ষার্থীরা। ঢাকার মোহাম্মদপুর থেকে আগত এক অভিভাবক নাফিস ইকবাল বলেন, ‘বাচ্চার পরীক্ষা, আর রাজশাহীতে সকল হোটেল গুলোতে গত কয়েকদিন থেকে কোন ছিট ফাঁকা নেই। তাই খুব সকালে তাকে নিয়ে রওনা দিলাম রাবি ক্যাম্পাসে। পথে চিন্তায় ছিলাম কীভাবে কী করবো, রাতে থাকবো কোথায়। সারারাত তো আর না ঘুমিয়ে থাকা যায় না। এসে দেখলাম অনেক সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে, রাতে ঘুমানোর ব্যবস্থা হয়েছে। পদ্মা সাধারণ গ্রন্থাগারের এই সুন্দর উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

কিশোরগঞ্জ থেকে পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী রাশেল বলেন, আজ স্বপ্নের সোনার হরিণ ধরার দিন। সকালে বাড়ি থেকে বের হয়েও কোথায়ও থাকার ব্যবস্থা করতে পারি নাই। দিনের শেষ মূহূর্তে আমি কিংকর্তব্যবিমূঢ়, এক ভাইয়ার কাছে জিজ্ঞেস করতেই উনি বাইকে করে আমাকে এখানে পৌঁছে দিলেন। আমি পদ্মা সাধারণ গ্রন্থাগারের প্রতি কৃতজ্ঞ।