রাবিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ

আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়ছেন ড. শেখ সাদ আহমেদ এবং পরীক্ষা নিয়ন্ত্রকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়ছেন আবু হেনা মো. মোস্তফা কামাল। মঙ্গলবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডিনদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আপাতত চালিয়ে নেওয়ার জন্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার সকালেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের আল্টিমেটামের কারণে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. তারিকুল হাসান।