রাবিতে যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী পালন

আপডেট: আগস্ট ১৫, ২০১৭, ১:০৩ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক


যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রাবি কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদ গতকাল সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে। ধর্মীয় রীতি-নীতি পালনের মাধ্যমে অসত্য, অকল্যাণকর ও অসুন্দর দূর করতে হবে। কোন ধর্ম ও গোত্র দিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ করা যাবে না। সকল মানুষের জন্য মঙ্গল কামনা করতে হবে।’
রাবি কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক বিশ্বনাথ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায়। সভায় মূল আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. মদন মোহন দে। শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের কোষাধ্যক্ষ ড. কমল কৃষ্ণ বিশ্বাস।
আলোচনা সভার আগে সকাল ৯টায় রাবির কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গন থেকে একটি শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এছাড়া গতকাল সন্ধ্যায় জন্মাষ্টমী উদ্যাপনের অংশ হিসেবে কেন্দ্রীয় মন্দিরে পূজা ও আরতী আলোচনা অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ