মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
‘ফিরে আসি মাটির টানে একাত্ম হই মমতার বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যশোর জেলা সমিতির উদ্যোগে গুণিজন সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. বিশ্বনাথ শিকদার।
অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, রাবি উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন, ছাত্র উপদেষ্টা ড. মিজানুর রহমান, অর্থ মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন প্রমুখ। সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম।