বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ১ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ন্যানো-ইলেকট্রকেমিস্ট্রি’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর মো. ইউসুফ আলী মোল্লা।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সায়েন উদ্দিন আহমেদ এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. আখতার ফারুক। বিভাগের সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিভাগের শিক্ষক ড. মাহবুবর রহমান ও ড. বিলকিস জাহান লুম্বিনী অনুষ্ঠান উপস্থাপনা করেন।
সম্মেলনের প্রথম দিনে থিম লেকচার ও ৬টি টেকনিক্যাল সেশনে ৪২টি প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। আজ দ্বিতীয় দিন রোববার দুটি টেকনিক্যাল সেশনে ১৭টি প্রবন্ধ উপস্থাপিত হবে। এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে প্রায় ২০০ জন গবেষক, শিক্ষক, রসায়ন বিজ্ঞানী ও সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবী অংশ নিচ্ছেন।