বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, স্বৈরাচার পতনে আনন্দ-উল্লাস শহীদদের স্মরণ ও আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্য ৭টায় আজাদী মঞ্চের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের মুক্তমঞ্চে এটি অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে ঢাকা থেকে আগত ওস্তাদ জুলকারনাইন কাওয়াল ও তারেক রহমান কাওয়ালের নেতৃত্বে রাবি শিক্ষার্থীরা গান পরিবেশন করেন।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আকন্দ বলেন, দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যায় আজকের এই আয়োজন যাদের রক্তের ওপর দাঁড়িয়ে করতে পারছি, প্রথমেই সেই শহীদদের স্মরণ করছি।
মহান আল্লাহ সবাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। সেই সাথে যারা আহত হয়েছেন-শ্রম দিয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা জানাই।
তিনি আরো বলেন, তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। অন্তত ভালোবাসা দিয়ে, দেশীয় সংস্কৃতি, আমাদের বিশ্বাসের সংস্কৃতি,বাংলাদেশের মানুষের মাটি ও মানুষের সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আমরা সেই ঋণ শোধ করতে চাই।
অনুষ্ঠানে কাওয়ালী গান, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তিতে মেতে ওঠে কয়েক হাজার শিক্ষার্থী। রাত সাড়ে আটটার পরে শেষ হয় আয়োজনটি। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আরবি বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান জোহা।