রাবিতে শিবির সন্দেহে শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০১৭, ১২:০০ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক



শিবির সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। আটককৃত আবু সালেহ শাহীন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি জিয়া হলের ১২২ নম্বর কক্ষে থাকতেন। তবে তার বরাদ্দকৃত হল শের-ই-বাংলা।
ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে জিয়া হল ছাত্রলীগ নেতা ইমাম মেহেদী ও শেখ হিমেলের নেতৃত্বে ৮-৯ জন নেতাকর্মী ১০৫ নম্বর কক্ষে যায়। এই কক্ষ থেকে সম্প্রতি ১২২ নম্বর কক্ষে স্থানান্তরিত হয়েছে শাহীন। তবে ১০৫ নম্বর কক্ষে শাহীনের কম্পিউটার পাওয়া যায়। কম্পিউটারে জিহাদি বই, দেলোয়ার হোসেন সাইদির বিভিন্ন বক্তব্যসহ নথি পাওয়া যায়।
ছাত্রলীগের নেতাকর্মীরা ১২২ নম্বর কক্ষে গিয়ে শাহীনকে মারধর করে। পরে হলের আবাসিক শিক্ষক দিলিপ কুমার সকালে তিনি যাওয়া পর্যন্ত শাহীনকে ওই কক্ষে রাখতে বলেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
মতিহার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুব হাসান বলেন, ‘হলের ছাত্রলীগ নেতাকর্মীরা শিবির সন্দেহে একজনকে পুলিশে দিয়েছে। তাকে থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনত ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ