রাবিতে শীতের ছুটি শুরু আজ

আপডেট: জানুয়ারি ৪, ২০১৭, ১১:৫৫ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক



রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি)। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সবধরনের ক্লাশ-পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এদিকে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৭ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এসময় জরুরি বিভাগসমূহ যথারীতি চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান বলেন, শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করে প্রাধ্যক্ষ পরিষদের সভায় এবারের ছুটিতে আবাসিক হলসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১৭ জানয়ারি থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাশ অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ